319786

করোনায় রাজধানীতে পু’লিশ সদস্যের মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক পু’লিশে’র সদস্যের মৃ’ত্যু হয়েছে। তার নাম জসীম উদ্দিন (৪০)। তিনি রাজধানীর ওয়ারী পু’লি’শ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃ’ত্যু হয়। দেশে এই প্রথম কোনো পু’লি’শ সদস্য করোনায় মা’রা গেলেন।

ঢাকা মহানগর পু’লিশে’র (ডিএমপি) দায়িত্বশীল এক কর্মকর্তা সমকালকে বলেন, করোনার লক্ষণ থাকায় কয়েকদিন আগে জসীম উদ্দিনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। করোনা পরীক্ষার জন্য ২৫ এপ্রিল তার নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। তবে পরীক্ষার ফল আসার আগেই তার মৃ’ত্যু হয়। পরে জানা যায়, তিনি করোনা পজেটিভ ছিলেন।

পু’লিশ ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাতে ফকিরাপুলের হোটেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জসীম। তখন একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

এদিকে অসুস্থ হওয়ার আগে ওয়ারী পু’লিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করতেন জসীম। সেখানে তার সঙ্গে দায়িত্ব পালন করা আরও এক পু’লিশ সদস্যের মধ্যেও করোনার লক্ষণ দেখা যায়। তবে তার শারীরিক অবস্থা এখন ভালো বলে জানা গেছে।

করোনাকালে ঝুঁ’কির মধ্যে দায়িত্ব পালন করে যাওয়া পেশাজীবীদের মধ্যে পুলিশের সর্বাধিক সদস্য আ’ক্রান্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ নারী সদস্যসহ আক্রান্তের সংখ্যা ২৮১। তাদের রাজারবাগ পু’লিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পু’লিশের একটি সূত্র জানায়, আক্রান্ত পুলিশ সদস্যদের অনেকেরই বাহ্যিক কোনো লক্ষণ ছিল না। তবে পরীক্ষায় তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। আ’ক্রান্ত’দের মধ্যে পু’লিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করা সদস্যরা থাকলেও বেশিরভাগই আ’ক্রান্ত হয়েছেন রাজারবাগ পুলিশ লাইনে।

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে পু’লিশ: পু’লিশ সদর দপ্তর থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়েছে, করোনাযুদ্ধে দেশের জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে কনস্টেবল জসীম উদ্দিনের মৃ’ত্যুতে বাংলাদেশ পু’লিশ গভীরভাবে শোকাহত। একইসঙ্গে দেশের সেবায় তার এমন আ’ত্মত্যা’গে বাংলাদেশ পু’লিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে এ বাহিনী। করোনাযুদ্ধে নিজেকে উৎসর্গ করা জসীমের পরিবারের পাশে সর্বোতভাবে থাকবে পু’লিশ।

পু’লিশের ব্যবস্থাপনায় জসীম উদ্দিনের ম’রদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় পাঠানো হবে। সেখানেই ধর্মীয় রীতি মেনে তাকে দাফন করা হবে।

ad

পাঠকের মতামত