319749

ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই মৃ’ত্যু!

নিউজ ডেস্ক।। রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর ছটফট করতে করতে মা’রা গেলেন এক ব্যক্তি। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নি’হতে’র নাম-পরিচয় পাওয়া যায়নি।

পু’লি’শ ও স্থানীয়রারা জানান, রাজধানীর ভাটারা থানা এলাকার একটি ওষুধের ফার্মেসির ভেতরে এক ব্যক্তির ম’রদে’হ পড়ে আছে। আজ দুপুরে ওই ব্যক্তি ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরেই ছটফট করতে করতে মা’রা যান।

মহসিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আজ দুপুরে ভাটারা থানার নতুন বাজার ১৬০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মানুষ জড়ো হতে গিয়ে এগিয়ে যাই। দেখি দোকানের ভেতরে একজন পড়ে আছেন।’

‘ঘটনাস্থলে ভাটারা থানা পু’লিশ’ও এসেছে। ওষুধ কিনতে এসে ওষুধ নেওয়ার আগেই দোকানের সামনে লোকটি ছটফট করে মা’রা গেছেন বলে ফার্মেসির মালিক জানায়’ যোগ করেন ওই প্রত্যক্ষদর্শী।

ভাটারা থানার ডিউটি অফিসার এসআই আকলিমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি ফার্মেসির মধ্যে একজন লোক মা’রা গেছেন বলে খবর পাওয়া গেছে। এরপর আমাদের থানা পু’লিশে’র একটি টিম সেখানে পাঠানো হয়েছে।’

ad

পাঠকের মতামত