
সুস্থ হওয়া মানুষের রক্তের প্লাজমা দিয়ে হবে করোনা চিকিৎসা : অধ্যাপক এ আর খান
স্বাস্থ্য ডেস্ক।। রোববার একাত্তর টিভির খবরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ চিকিৎসার কাজ অনেক দূর এগিয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে রোগীদের ওপর প্লাজমা প্রয়োগ করা হবে।
তিনি বলেন, এন্টিবডি ব্যবহার করাটা যৌক্তিক এবং প্রয়োজন। কারণ এটি শরীরে বেশি থাকলে কার্যকারিতাও বেশি হবে। মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফলে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমবে।
তিনি বলেন, ৫ সদস্যের কমিটি নিয়ে এ কাজ শুরু করা হয়েছে। সুস্থ হওয়া ব্যক্তিদের রক্ত দান, এন্টিবডি বা স্বেচ্ছায় রক্ত দান এবং সব চ্যালেঞ্জ নিয়ে এ ধরণের কাজ চলছে। তবে শনাক্ত কিছু রোগীদের শরীরে পরীক্ষার সময় এ এন্টিবডি কম পাওয়া গেছে।
জানা গেছে, ১৯১৮ সালে ব্রিটিশ গবেষকরা এই প্লাজমার ব্যবহার করে সফল হয়। তবে যুক্তরাষ্ট্রে এই থেরাপি ৬০০ জন রোগীর শরীরে ব্যবহার করা হয়েছে। ক্লিনিক্যাল গবেষণা চলছে ভারতের কেরালাতে।