319054

ঘরের জানালা ভেঙে পালালেন করোনা রোগী

নিউজ ডেস্ক।। কুমিল্লার মুরাদনগর উপজেলায় করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগী মিজানুর রহমান (২৪) নিজের ঘরের জানালা ভেঙে পালিয়ে গেছেন বলে অ’ভিযো’গ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের নিজ বাড়ি থেকে পালিয়ে যান তিনি।

তিনি ওই গ্রামের আলী আকবর ওরফে কানু মিয়ার ছেলে। তিনি পালিয়ে যাওয়ার ফলে বিভিন্ন স্থানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আ’শ’ঙ্কা করেছে প্রশাসন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো রিপোর্ট অনুয়ায়ী মিজানুর রহমান করোনা রোগী হিসেবে শ’না’ক্ত হয়। পরদিন শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন কাজিয়াতল গ্রামে গিয়ে আ’ক্রা’ন্ত মিজানুর রহমানের ঘরটিকে আইসোলেশন হিসেবে চিহ্নিত করে বাড়িটিকে লকডাউন করে দেয়।

আ’ক্তা’ন্ত মিজানুর রহমানের বাড়ির পাশের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফজলুর রহমান বলেন, ‘ শুনেছি পলাতক ব্যক্তির জ্বর, ঠান্ডা ও কাশি ছিল।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম বলেন, ‘ ওই রোগীর শরীরে বাহ্যিক কোনো লক্ষণ না থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন বেডে না রেখে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছিল। তবে পালিয়ে যাওয়া ওই রোগী কারও সংস্পর্শে গেলে ওই ব্যক্তি সং’ক্র’মিত হবার আ’শ’ঙ্কা রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পু’লি’শ প্রশাসনকে অবহিত করা হয়েছে।’ মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, ‘ পালিয়ে যাওয়া ব্যক্তির অবস্থান নিশ্চিত করে খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।’

ad

পাঠকের মতামত