319100

কিমের পরিবর্তে উত্তর কোরিয়ার শাসকের দায়িত্বে তার বোন কিম ইয়ো জং

আন্তর্জাতিক ডেস্ক : সব জল্পনার অবসান। অবশেষে প্রয়াত হলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন! এমনই দাবি করেছে হংকং টিভি। যদিও এই দাবির স্বপক্ষে বা বিপক্ষে কোনও প্র’তিক্রি’য়া দেয়নি উত্তর কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার শাসকের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে সম্প্রতি পিয়ংইয়ংয়ে চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছিল চীন।

দু’সপ্তাহ আগে অ’স্ত্রো’প’চার হয় কিম জং উনের। তার পর থেকেই মধ্য তিরিশের নেতার শরীর ভালো যাচ্ছে না বলে খবর। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সং’ক’টজনক অবস্থায় রয়েছেন কিম জং উন। এমন সময়েই হংকং টিভিতে সম্প্রচারিত, ‘প্রয়াত হয়েছেন কিম জং উন।’ এমনকী উত্তর কোরিয়ার শা’সকের মৃ’তদেহ শায়িত রয়েছে, এই ছবিও দেখা গেছে হংকং টিভিতে।

যদিও এর সত্য’তা এখনও যাচাই হয়নি। পরি’স্থিতির উপর ন’জর রাখলেও কিমের প্রয়াণ নিয়ে কোনও মন্তব্য করেনি ওয়াশিংটন বা ট্রাম্প প্রশাসন। অ’ত্যধি’ক ধূমপান, স্থূলতাসহ বেশ কিছু সম’স্যা নিয়ে দীর্ঘদিন ধ’রেই ভু’গছিলেন কিম জং উন। তার উপর ছিল মা’ত্রাতি’রিক্ত কাজের চা’প। এর জেরেই হৃ’দযন্ত্রে অ’স্ত্রো’প’চার এবং তারপর থেকেই গু’রু’তর অসুস্থ কিম জং উন গত দু’সপ্তারে বেশি সময়ে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশের দাবি, কিমের পর তার আসনে বসবেন বোন কিম ইয়ো জং। যিনি বর্তমানে বড় ভাই কিম জং উনের মুখ্য পরামর্শদাতা। ২০১৮ সালে উত্তর কোরিয়ার পলিটব্যুরোতেও মনোনীতও হন তিনি। উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষ’মতাশা’লী মহিলা বলা হয় কিম ইয়ো জংকে। সূত্র : গার্ডিয়ান

ad

পাঠকের মতামত