
তিন দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বসুন্ধরার হাসপাতাল
নিউজ ডেস্ক।। শুক্রবার (২৪ এপ্রিল) হাসপাতাল প্রাঙ্গণে নিয়মিত ব্রিফিংয়ে আইসিসিবির কর্মকর্তা এমএম জসীম উদ্দিন বলেন, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি আইসিসিবি বসুন্ধরায় রাত দিন কাজ চলছে এই হাসপাতালটি প্রস্তুত করার জন্য। এই পরিমাণ কর্মযগ্যের কারণেই আমরা এরই মধ্যে ৭৫০ বেড প্রস্তুত করতে পেরেছি। এর মধ্যে শেড এলাকায় ৫০০ টি এবং বাকি ২০০ টি কনভেনশন হলগুলোতে।
তিনি বলেন, আরো কাজ বাকি আছে। যেভাবে কাজ এগিয়ে চলছে তাতে দুই থেকে তিন দিনের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এরই সঙ্গে হাসপাতালটিও হস্তান্তর করা যাবে। হস্তান্তরের পর সরকারি ভাবে এটিই দেশের সবচেয়ে বড় অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারের হিসেবে ঘোষিত হবে।
আইসিসিবির কর্মকর্তা বলেন, হাসপাতালের কাজের সার্বিক অগ্রগতি অনেক খানি। এতটাই যে আমরা প্রায় শেষ পর্যায়ে। এখানে ২ হাজার ৮৪টি বেড তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রয়োজন হলে এটিকে পাঁচ হাজারে উন্নীত করা সম্ভব।
জসীম উদ্দিন বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এটি হস্তান্তর করবো। এরপর স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং আইসিসিবি কর্তৃপক্ষ একসঙ্গে মিটিংয়ে বসবে। সেখানে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ঢাকা সিটি বিভাগ) মো. মাসুদুল আলম বলেন, আরো এক হাজার বেডও এখানেই আছে। কার্পেট বিছানো হলে সেগুলোও এখানে বসিয়ে দেওয়া হবে। দুইদিন বৃষ্টি ও ঝড়ের কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবুও নতুন করে কোনো গোলযোগ না হলে এ মাসের শেষ নাগাদই আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করতে পারবো বলে আশা রাখছি।