318720

ওসি মর্জিনা ৮ সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের পাশে

নিউজ ডেস্ক।। কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা মো. জামাল উদ্দিনের ১০ সদস্যের পরিবারের আটজনই দৃষ্টিপ্রতিবন্ধী। এই পরিবারটি করোনাভাইরাস পরিস্থিতিতে অভুক্ত অবস্থায় দিন যাপন করছিল। এমন খবর পেয়ে পরিবারটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার।

আজ বৃহস্পতিবার দুপুরে ওসি মর্জিনা আক্তার নিজেই উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না ৯নং ওয়ার্ডে ওই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস দেন।

স্বাভাবিক পরিস্থিতিতেও ওই পরিবার অসহায় অভুক্ত জীবনযাপন করে বলে জানিয়েছে স্থানীয়রা। সম্প্রতি করোনা দূর্যোগে লকডাউনের ফলে তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়।

মো. জামাল উদ্দিন জানায়, ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে ছেলে আরমানের দৃষ্টি হারিয়ে গেলে তাদেরকে ছেড়ে চলে যান তার স্ত্রী। এরপর থেকেই তারা অসহায় জীবনযাপন করে চলেছেন।

ad

পাঠকের মতামত