
করোনাভাইরাসের কারণে ৩৬ দেশে দুর্ভি’ক্ষ দেখা দিতে পারে: ডব্লিউএফপি
আন্তর্জাতিক ডেস্ক: মহামা’রি করোনাভাইরাসের কাছে যেন অসহা’য় হয়ে পড়েছে গো’টা বিশ্ব। প্রাণঘা’তী এই ভাইরাস এরই মধ্যে ছ’ড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। স্থ’বির হয়ে পড়েছে পু’রো পৃথিবী। করোনার তা’ণ্ডবে থে’মে আছে বিশ্বের অর্থনীতির চাকা। থে’মে আছে উৎপাদন, বিপণন, কল-কারখানা।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বেসলি মঙ্গলবার জানিয়েছেন করোনাভাইরাসের কারণে বিশ্বের ৩৬টি দেশে দুর্ভি’ক্ষ দেখা দিতে পারে। তার মধ্যে ১০টি দেশের ১০ লক্ষ মানুষ এখনই অ’নাহা’রে দিন কা’টাচ্ছে।
জাতিসংঘের নিরাপ’ত্তা পরিষদের ভা’র্চুয়াল সে’শনে বেসলি বলেন, ‘করোনাভাইরাসের সবচেয়ে খা’রাপ প্র’ভাব হিসেবে বিশ্বের তিন ডজন দেশে দুর্ভি’ক্ষ নে’মে আসতে পারে। ইতিমধ্যে ১০টি দেশে প্রায় ১ মিলিয়ন লোক অ’নাহা’রে দিন কা’টানোর দ্বা’রপ্রা’ন্তে পৌঁ’ছে গেছে। অনেক দেশে এই মা’নবিক সমস্যাটার কারণে নানাধরনের স’হিং’স’তা, দ্ব’ন্দ্ব ও বি’বাদ তৈরি হতে পারে।’
বৈশ্বিক খাদ্য সংকটের চতুর্থ বাৎসরিক প্রতিবেদ’ন অ’নুযায়ী ইয়মেন, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, নাইজেরিয়া ও হাইতিতে খাদ্য সং’কট রয়েছে। উৎস : আনাদোলু এজেন্সি ও বিবিসি।