318443

করোনা তহবিলে ১০ হাজার টাকা দান করলেন ভিক্ষুক (ভিডিও)

নিউজ ডেস্ক।। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক ভিক্ষুক ইউএনওর করোনা তহবিলে ১০ হাজার টাকা দান করেছেন। উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে হতদরিদ্র ভিক্ষুক মোহাম্মদ নাজিম উদ্দিন (৮০)। তার তিন ছেলে তিন মেয়ে। কিন্তু ভিক্ষে করেই জীবন চলে তার। তিনি যে শোবার ঘরে থাকেন সেটির খুব খারাপ অবস্থা। ভেন্নাপাতার ছাউনির মত ওই ঘরে বৃষ্টি হলেই পানি পড়ে। গত দুই বছর ধরে তিনি ৫-১০ টাকা করে জমিয়ে ১০ হাজার টাকা সঞ্চয় করেন। ইচ্ছে ছিল এবার বর্ষাকালের আগেই ঘর ঠিক করবেন। কিন্তু দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মানুষের দুঃখকষ্ট দেখে ওই বৃদ্ধ ঠিক থাকতে পারলেন না। তাদের কষ্ট দেখে তিনি সিদ্ধান্ত নেন ওই টাকা করোনা তহবিলে দান করবেন। যাতে গরিব মানুষের কাজে লাগে।

সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদের হাতে টাকা দিলে গরিব মানুষ যথাযথভাবে পাবেন। মঙ্গলবার তিনি জানতে পারেন ইউএনও মালিঝিকান্দা ইউনিয়নের খাটুয়াপাড়া গেছেন চুরি করা চাল উদ্ধার করতে। সেখানেই ছুটলেন তিনি। পরে ইউএনওকে পেয়ে তার হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘ভাঙ্গা ঘর ঠিক করবার জন্য ভিক্ষা কইরা ১০ হাজার ট্যাহা জমাইছিলাম। কিন্তু দেশের অহন খুব বিপদ। দেশের মানুষ কষ্ট করতাছে। আমি ইউএনও সাহেবের হাতে ট্যাহা দিলাম। তিনি দশেরে দেক। তারা খাইয়া বাঁচুক। তাইলেই আমি শান্তি পামু। আমার আর কিছু চাওয়ার নাই।’

ইউএনও রুবেল মাহমুদ বলেন, একজন ভিক্ষুক অনেক কষ্ট করে ঘর তৈরি করার জন্য ১০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন। সেই টাকা তিনি দরিদ্রদের হাতে তুলে দেওয়ার জন্য আমার তহবিলে দান করলেন। অথচ আমি আজ এ ইউনিয়নে এসে মিনারা বেগম নামে সংরক্ষিত ওয়ার্ডের একজন নারী মেম্বারের বাড়ি থেকে হতদরিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য ২৫ কেজি চাল ও ২৭টি সরকারি ব্যাগ উদ্ধার করলাম। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।’

এ ব্যাপারে মিনারা বেগম সাংবাদিকদের বলেন, গত ১৯ এপ্রিল চেয়ারম্যান নূরল ইসলাম তোতা তাকে ২৩ জনকে ৫ কেজি করে চাল দেওয়ার জন্য বরাদ্দ দেন। ১৮ জনকে দেওয়া হয় ৫ কেজি করে চাল। বাকি চাল চেয়ারম্যান নিজে দেবেন বলে আমার কাছে রাখতে বলেন। চেয়ারম্যানের কথা রাখতে গিয়ে আমি ফেঁসে গেলাম।

ঝিনাইগাতীর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, চাল উদ্ধারের ঘটনায় মিনারা বেগমের বিরুদ্ধে আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।

https://www.facebook.com/sahed.khan24/videos/3111698902227367/?__tn__=lC-R&eid=ARAQHk363ffBrAs66hRBe7bAF9dzEQHpawRcekFSNwIviiCqhPNBZYOpEH5l6JVzVFVIy0ENDwoyiz6C&hc_ref=ARTWXBn_U74FkYaOzim3szlcP6XdKS5TxMiHJeTt2oDP__eeTpmU8i4LzD2CibUaxjE&__xts__[0]=68.ARCjdaL5u09FtlhdxdxcEVlZVCiCIZ-5dt_v_sEwd28bN_HdAVP9Y741kurU9TnYm2aUhglgzF2UyfB-QOsDIC_lmCcHfPzUnUAkZYJMCH7yTBtZ_bwehrKAdPZA-9Cm8xKDvljryESyjLfCMFi1qPYBW3-fp4eawZPy5WTck_YNdTNOxLTjKyrnnImFb8bf51jGEB44p0PzesGv-bum-I_61WvneObZBiu29vuRrdnKK1AMeaw0amkIkdnPy4mS_teyZIMe07sbgP7-JP4q2bJb01QAj0teMCyb8r8DZA

ad

পাঠকের মতামত