
যুবায়ের আহমেদ আনসারীর জানাজায় যে ফেসবুক পোস্টে জনসমুদ্র হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া
নিউজ ডেস্ক।। বরেণ্য ইসলামী আলোচক যুবায়ের আহমেদ আনসারীর জানাজার সময় ও স্থান উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন তাঁর ছেলে। ১৭ এপ্রিল রাত ৭টা ৪৭ মিনিটে ‘হাফিজ যুবায়ের আহম্মদ আনসারী’ নামের আইডি থেকে ওই পোস্ট দেওয়া হয়।
এসব বিষয়সহ কি কি কারণে জানাজায় জনসমুদ্র হয় সে বিষয়টি খতিয়ে দেখছে পু”লি’শের ত’দ’ন্ত কমিটি। একই সঙ্গে দায়িত্বে অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পু’লি’শের ত’দ’ন্ত কমিটি রবিবার সন্ধ্যা থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।
তদন্ত কমিটির প্রধান পু’লিশে’র চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন সাংবাদিকদেরকে জানান, দাপ্তরিক তথ্য-উপাত্তসহ ভার্চুয়াল জগতের খুঁটিনাটি অনেক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ২৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সেটা প্রয়োজনে দু-একদিন বেশি সময় লাগতে পারে। তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যে লোকসামগম ঘটে যায় বলে এর মধ্যেই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন।
গত শনিবার জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদরাসার প্রতিষ্ঠাতা যুবায়ের আনসারীর জানাজায় লাখো লোকের সমাগম হয়। ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের কয়েকটি জেলা থেকে লোকজন এসে জানাজায় অংশ নেন। করোনাভাইরাস পরিস্থিতিতে এত লোকের সমাগমে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় পু’লি’শের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে পু’লিশে’র পক্ষ থেকে বলা হয়েছে, জানাজা বিষয়ে আগের দিনই মাদরাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়। তখন তাঁদেরকে জানানো হয়েছিল সীমিত পরিসরে জানাজা পড়ানো হবে। এ অবস্থায় কয়েকজন পু’লি’শ সংশ্লিষ্ট এলাকায় অবস্থান নেন। তবে জানাজায় অংশ নিতে আসার পথে কাউকে বাধার মুখে পড়তে হয়নি। উৎস: কালের কণ্ঠ।