
কোরআনের উপদেশ মানবজাতির প্রতি
ইসলাম ডেস্ক।। কোরআন উপদেশপূর্ণ কিতাব। ইরশাদ হয়েছে, ‘সাদ, উপদেশপূর্ণ কোরআনের শপথ! আপনি সত্যবাদী।’ (সুরা : সাদ, আয়াত : ১) আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণের উপায় থাকে না
ইরশাদ হয়েছে, ‘তাদের আগে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করেছি; তখন তারা আর্তচিৎকার করেছিল কিন্তু পরিত্রাণের কোনো উপায় ছিল না।’ (সুরা : সাদ, আয়াত : ৩)
কোরআন অবিশ্বাসকারীদের জন্য রয়েছে শাস্তি। ইরশাদ হয়েছে, ‘… প্রকৃতপক্ষে তারা আমার কোরআনে সন্দিহান। তারা এখনো (তাদের জন্য নির্ধারিত) আমার শাস্তি আস্বাদন করেনি।’ (সুরা : সাদ, আয়াত : ৮)
সৃষ্টিজগৎ আপন কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করে। ইরশাদ হয়েছে, ‘আমি নিয়োজিত করেছিলাম পর্বতমালাকে যেন তারা সকাল-সন্ধ্যা তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।’ (সুরা : সাদ, আয়াত : ১৮)
রাষ্ট্রনায়ক জ্ঞানী ও বাগ্মী হবে। ইরশাদ হয়েছে, ‘আমি তাঁর রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা।’ (সুরা : সাদ, আয়াত : ২০)