317998

এবার বস্তা বদল

নিউজ ডেস্ক।। কক্সবাজারে ১০ টাকা কেজির চাল অন্য বস্তায় তুলে পাচারের সময় জব্দ করে পুলিশ। ছবি: ইত্তেফাক
কক্সবাজারে অবৈধভাবে মজুদকালে ডিলারের দোকানের সামনে থেকে ১০ টাকা দামের চারশ কেজি চাউল জব্দ করেছে সদর থানা পুলিশ। সরকারি চালগুলো কৌশলে বস্তা বদল করা হয়েছিল। রবিবার ভোরে অন্যত্র সরিয়ে নিতে টমটমে তোলাকালে কক্সবাজার সদরের পিএমখালীর চেরাংঘর বাজারের শাহীন বিল্ডিংয়ের সামনে থেকে এসব চাউল জব্দ করা হয়। এ ঘটনায় ১০ টাকা চাউলের ডিলার মুহাম্মদ নুর ওরফে মাহানুর (৩৫) ও টমটম চালককে পলাতক আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি (অপারেশন) মাসুম খান।

আসামীরা হলে, সদরের পিএমখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডিকপাড়ার মৃত হাজি মকবুল আলীর ছেলে মুহাম্মদ নুর ওরফে মাহনুর ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মাহমুদ উল্লাহর ছেলে টমটম চালক নেয়ামত উল্লাহ (৩৫)।

ওসি (অপারেশন) মাসুম খান জানান, রবিবার ভোররাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে স্থানীয় এক ব্যক্তি কল করে জানায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকার চাউল প্রকল্পের ডিলার বস্তা পাল্টিয়ে চটের বস্তায় সরকারি চাউল ভরে অন্যত্র পাচার করছেন। এটি জানার পর রাতে বাস টার্মিনাল ও মহাসড়কে এসআই সুমন তালুকদারের নেতৃত্বে থাকা টহলকে পিএমখালীর চেরাংঘর বাজার এলাকায় পাঠানো হয়। পুলিশ যাবার খবর পেয়ে চাউলের বস্তাগুলো ফেলে পালিয়ে যায় ডিলার মালিক ও টমটম চালক। উপস্থিত লোকজনের সামনে ৪০ কেজি ওজনের চাউল ভর্তি ১০টি চটের বস্তা জব্দ করে নিয়ে আসে পুলিশ।

ওসি মাসুম আরো জানান, পলাতক দুজনের বিরুদ্ধে এসআই সুমন তালুকদার বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, করোনার এ ক্রান্তিকালে সারাদেশের চাউল চুরি নিয়ে নানা লঙ্কাকাণ্ড ঘটলেও কক্সবাজারে এতদিন চাউল চুরি থেকে মুক্ত ছিল। ইত্তেফাক

ad

পাঠকের মতামত