317143

প্রধানমন্ত্রীর প্রতি ব্যারিস্টার সুমনের আহ্বান

নিউজ ডেস্ক।। করোনা পরিস্থিতিতে আপদকালীন সময়ের জন্য রাজধানীর ফাইভ স্টার, থ্রি স্টার হোটেলগুলোতে চিকিৎসকদের থাকার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।

সোমবার ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন টুডোর পরে এত জনসংখ্যার দেশে করোনা চিকিৎসার জন্য যে ব্যবস্থা করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। আপনি জানেন, করোনা যুদ্ধে ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন ডাক্তাররা। তাদের সম্পর্কে যে যাই বলুক এখন পর্যন্ত তারা আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। ’

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় নেত্রী ঢাকায় যতগুলো ফাইভ স্টার, থ্রি স্টার হোটেল আছে এখন তা খালি পড়ে রয়েছে। সেখানে কোনো ক্লায়েন্ট যায় না। এই দুর্যোগ মুহূর্তে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বা ভাড়া নিয়ে ফাইভ স্টার, থ্রি স্টার হোটেলগুলোতে ডাক্তারদের থাকার ব্যবস্থা করে দিন। তাহলে ডাক্তারদের পরিবারের সদস্যরা করোনা থেকে নিরাপদ থাকবেন এবং তারা আরো বেশি করে চিকিৎসা সেবা দিতে পারবেন।’

ব্যারিস্টার সুমন এ সময় সিলেটের খালি পড়ে থাকা লন্ডনি বাড়িগুলো সিজ করে চিকিৎসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকার ব্যবস্থা করতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

ad

পাঠকের মতামত