316759

‘মাফ চাই ফেসবুক উজবুক, চালচোর এবং ক্যামেরাপন্থী সমাজকর্মীদের কাছে’

বিনোদন ডেস্ক।। বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গান গাওয়ার পাশাপাশি লেখালেখিতও তিনি বেশ পটু। সমসাময়িক পরিস্থিতি ও নিজের পরিবার সংশ্লিষ্ট বিভিন্ন কথা গল্পের মত লেখেন তিনি। আজকের লেখা অবশ্য করোনা পরিস্থিতির উপর। আসিফ আকবরের স্ট্যাটাসটি বাংলালাইন২৪-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো…

করোনা নিয়ে দেশের সবাই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকায় আমি পরিবার নিয়ে লেখালেখি শুরু করেছি। পেপার পড়া হয়না, নিউজও দেখি কম। আপাত দৃষ্টিতে সিরিয়াস জাতি করোনা চলে গেলে সব ভুলে যাবে ঐতিহ্য অনুযায়ী। লক্ষ হাজার কোটি টাকার লুটেরা পঙ্গপালদের জায়গা দখল করেছে ছিঁচকে চালচোর বঙ্গপালরা।ব্যস্ত সময়েই হুজুগে জাতি যে কোন ইস্যুতেই উত্তেজিত থাকতো, এখনতো হাতে শুধু সময় আর সময়।ইদানীং দেখি করোনার আফটার শক্ হিসেবে সবাই কে কোথায় কফি খাবে ডিনার করবে লংড্রাইভে যাবে এই নিয়ে ফেবুতে একটা জরিপে আছে।পরিস্থিতি কতটা সিরিয়াস এটা শুধু ফেবুতেই সীমাবদ্ধ।

কে কাকে কিভাবে সাহায্য করবে, কার কি করা উচিত সব ব্যাপারে উপযাচকদের কিচ্ছাকাহিনী পড়ে মনে হচ্ছে নতুনভাবে সব শিখতে হবে, জীবনে কিছুই করিনি গান গাওয়া ছাড়া। জীবনে ফুটো পয়সা নিয়ে দাঁড়ায়নি কারো পাশে তাদের কাছ থেকেও জ্ঞান পাচ্ছি।আমার পেইজে এদের পেলেই ব্লক মেরে টেরিটোরির বাইরে পাঠিয়ে দিচ্ছি, কারন এখানে জ্ঞান দেয়া এবং নেয়া নিষিদ্ধ।জীবনে কারো বুদ্ধিতে চলিনি, দুই একটা যদি নিয়েও থাকি সেখানে শুধু ক্ষয়ক্ষতিই হয়েছে।আমার নিজের শিক্ষাদীক্ষা অভিজ্ঞতার উপর যথেষ্ট আত্মবিশ্বাস আছে। ফেসবুক বিপ্লবীদের চিনতেও চাইনা, তাদের মাকাল জ্ঞান আমার দরকারও নাই।করোনা বিষয়ক যে কোন পান্ডিত্য ইনবক্সে পাঠালে সঙ্গে সঙ্গে ব্লক করে দেয়া হবে।কারো বিপদে আমি কি করেছি না করেছি সে বিষয়ে অতীতে কাউকে কিছুই বলিনি, শুনতেও রাজী নই, কৈফিয়ত দিতেও রাজী নই।

কৃতজ্ঞতা জানাই চিকিৎসা পেশায় নিয়োজিত সেই মহান ভাইবোন বন্ধুদের যারা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন।অভিনন্দন এবং থ্যাংক ইউ জানাই বাংলাদেশ পুলিশের সমস্ত সদস্যদের বীরোচিত ভূমিকার জন্য। ভালবাসা রইলো গণমাধ্যম কর্মীদের জন্য, তাদের নিয়ে একটু ভয়েও আছি। বিশেষ কৃতজ্ঞতা জাতির বোঝা সে সমস্ত রাজনৈতিক নেতাদের প্রতি যারা আপাতত তাদের বকাওয়াজ বন্ধ রেখেছেন। সেনাবাহিনীর অগ্রগন্য ভুমিকার অপেক্ষায়, কারণ সামনে আরো কঠিন দিনের জন্য তারা নিশ্চয়ই প্রস্তুত রয়েছেন বরাবরের মত। মাফ চাই ফেসবুক উজবুক, চালচোর এবং ক্যামেরাপন্থী সমাজকর্মীদের কাছে। স্যালুট জানাই বিদ্যানন্দের মত সমাজসেবী নিভৃতচারী কর্মীদের। আসুন এই মহাদূর্যোগে সবাই ঐক্যবদ্ধ থাকি। মহান আল্লাহ আমাদের সহায় হউন … আমীন…

ad

পাঠকের মতামত