316784

ফাঁ’সি’র আগ মুহূর্ত ও ফাঁ’সি কার্যকরের সময় সামান্যটুকু শব্দ করেননি মাজেদ

নিউজ ডেস্ক।। দীর্ঘ ৪৫ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হ’ত্যা’র ঘটনায় সরাসরি জড়িত ছিলেন ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ। এরপর সাড়ে চার যুগ ধরে দেশ-বিদেশে পালিয়ে ছিলেন বঙ্গবন্ধু হ’ত্যা মা’মলা’র মৃ’ত্যুদ’ণ্ডপ্রা’প্ত এ আ’সা’মি। তবে শেষ রক্ষা হয়নি। জীবনের সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে তখনই ধরা পড়লেন বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। গ্রে’ফতা’রের পর দ্রুতই শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয় তার ফাঁ’সি।

ফাঁ’সি কার্যকরের পর তার ম’রদে’হ ৫ মিনিট ঝুলিয়ে রাখা হয়। এরপর ম’রদে’হ ফাঁ’সি’র মঞ্চ থেকে নামিয়ে নিচের দরজা থেকে বের করে আনা হয়। সিভিল সার্জন মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেন। ফাঁ’সি শেষে এ সব তথ্য জানিয়েছে কারা সূত্র।

সূত্র জানায়, ফাঁসি’র আগে ইমামের কাছে তওবা পড়ার সময় চিৎকার করে কান্নাকাটি করলেও ফাঁ’সি কার্যকরের সময় নিশ্চুপ ছি’লেন মাজেদ।

মঞ্চের পাশে উপস্থিত থাকা একজন জানান, ফাঁ’সি’র আগ মুহূর্ত ও ফাঁ’সি কার্যকরের সময় সামান্যটুকু শব্দ করেননি তিনি।

সূত্র জানায়, ফাঁ’সি কার্যকরের পর তার ম’র’দেহ ৫ মিনিট ঝুলিয়ে রাখা হয়। এরপর মরদেহ ফাঁ’সি’র মঞ্চ থেকে নামিয়ে নিচের দরজা থেকে বের করে আনা হয়। সিভিল সার্জন তার মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র আরও জানায়, শনিবার সকাল থেকেই ফাঁ’সি’র বিষয়টি জানতেন মাজেদ। বিকেলে ক’ন’ডেম সেলের দায়িত্বরত কারারক্ষীদেরকে মাজেদ তার জন্য দোয়া করতে বলেছেন।

জানা গেছে, মাজেদকে দা’ফন করা হবে তার জন্মস্থান ভোলায়। তাকে বহনের জন্য কারাগারের সামনে তিনটি অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হ’ত্যা’য় জড়িত মাজেদ ২৩ বছর ধরে পলাতক থাকলেও ৬ এপ্রিল মধ্যরাতে রিকশায় ঘোরাঘুরির সময় তাকে মিরপুর থেকে গ্রে’ফতা’র করে পু’লিশে’র কা’উন্টার টে’রোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রা’ইম (সিটিটিসি) ইউনিট।

পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সিটিটিসি। এরপর মাজেদকে কা’রাগা’রে পাঠানোর আদেশ দেন আ’দা’লত।

৮ এপ্রিল মৃ’ত্যু’র পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রা’ণভি’ক্ষা চান আবদুল মাজেদ। প্রা’ণভিক্ষা’র আবেদনটি নাকচ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এরপর থেকেই শুরু হয় তার ফাঁ’সি কার্যকরের প্রক্রিয়া। কারাবিধি অনুযায়ী শুক্রবার তার পরিবারের ৫ জন সদস্য শেষ সাক্ষাৎ করেন। আর আজ রাতে ফাঁ’সি’র দড়িতে ঝোলানো হলো মাজেদকে। উৎস: জাগোনিউজ২৪

ad

পাঠকের মতামত