316497

ইতালিতে করোনা যুদ্ধে শতাধিক ডাক্তার-নার্সের মৃত্যু

ডেস্ক রিপোর্ট।। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ইতালিতে শতাধিক ডাক্তার ও নার্সের মৃত্যু হয়েছে। ইতালির একটি স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গতকাল বৃহস্পতিবার এফএনওএমসিইও নামের ওই সংস্থার একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১০০ কিংবা ১০১ জন ডাক্তার করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মারা গেছেন। এদিকে ইতালির বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, দেশটিতে এ পর্যন্ত ৩০ জন নার্স করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ বিষয়ে এফএনওএমসিইও’র প্রেসিডেন্ট ফিলিপ্পো আনেল্লি বলেন, কোন ধরণের সুরক্ষা ছাড়া আমরা আমাদের স্বাস্থ্য কর্মীদের মরার জন্য যুদ্ধে পাঠাতে পারিনা।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। মারা গেছেন ১৮ হাজার ২৭৯ জন।

ad

পাঠকের মতামত