315916

চিকিৎসকের আ’ত্ম’হ’ত্যা, ক’রো’না ধরা পড়ায়

ডেস্ক রিপোর্ট।। ক’রো’নাভা’ইরাস বিশ্বজুড়ে কেড়ে নিচ্ছে একের পর এক প্রা’ণ। ক’রো’নায় মানুষ যেমন ম’রছে, বাড়ছে তেমন আতঙ্ক। এবার করোনায় আ’ক্রা’ন্ত হয়ে আ’ত্মহ’ত্যা করলেন খোদ চিকিৎসক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানর খবরে বলা হয়, ফ্রান্সের ফুটবল ক্লাব স্তাদ দো রেঁসের চিকিৎসক বের্নার্দ গঞ্জালেস (৬০) ক’রোনা’ভাই’রাসে আ’ক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আ’ত্মহ’ত্যা করেছেন।

স্তাদ দো রেঁস ক্লাবে বের্নার্দ গঞ্জালেস ২৩ বছর ধরে কাজ করছেন। তিনি ক্লাবটির ফ্যান ও কর্মকর্তাদের কাছে কিংবদন্তিতুল্য।

ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘খবরটা শুনে সবাই বিধ্বস্ত, বের্নার্দ গঞ্জালেসের জন্য রেঁস কাঁদছে। শুধু এই ক্লাবই নয়, রেঁসের শত শত নর-নারীও কাঁদছে’। ক্লাবটির সভাপতি জিয়ান পিয়েরে সেইলট বলেন, ‘আমি ভাষাহীন হয়ে পড়েছি এই খবরটি দেখে।’

রেঁসের মেয়র আর্নো রোবিনে এএফপিকে বলেছেন, ‘আমি জানতে পেরেছি ডক্টর গঞ্জালেস একটা নোট লিখে গেছেন, যেখানে তিনি লিখেছেন, তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন।’

উল্লেখ্য, প্রা’ণঘা’তী ক’রোনা’ভাই’রাসে ফ্রান্সে এ পর্যন্ত ৮ হাজার ৭৮ জন মানুষ মা’রা গেছেন। ফ্রান্সে এ ভা’ইরাস’টিতে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪৭৮ জন।

ad

পাঠকের মতামত