315922

ক’রো’না প্রতিরোধে জরুরি অবস্থা জারি করেছে জাপান

ডেস্ক রিপোর্ট।। ক’রোনা’ভাই’রাস আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ায় রাজধানী টোকিওসহ আরও ছয় অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার থেকেই এ জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করেন।

করোনায় বিপর্যস্ত দেশটির অর্থনীতি সচল রাখার জন্যও তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। খবর বিবিসির। বিশ্বের উন্নত দেশগুলোতে যেভাবে ভ’য়া’বহ থাবা মা’রছে প্রা’ণঘা’তী ক’রোনা’ভাই’রাস, সেদিক থেকে জাপানে ততটা ভয়াবহভাবে ছড়ায়নি এ মহামারী।

তবে নিউইয়র্কের মতো হঠাৎ করে টোকিওতেও যাতে ম’হামা’রী আকারে ছড়িয়ে না পড়ে, এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাপান এ জরুরি অবস্থা জারি করেছে।

জাপানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯২ জন মা’রা গেছেন। টোকিওতে এক সপ্তাহে করোনায় আ’ক্রা’ন্তের সংখ্যা দ্বিগুণ হয়ে এক হাজারে দাঁড়িয়েছে। এক মাসের জন্য টোকিও, ওসাকাসহ আরও ৫টি মহানগরীতে এ জরুরি অবস্থা জারি করা হচ্ছে।

ওই ৭ প্রিফেকচারের গভর্নরদের সেখানকার স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার ক্ষমতা থাকলেও সেখানকার বাসিন্দাদের ঘরে বন্দি করে রাখার কোনো ক্ষমতা দেয়া হয়নি।

ad

পাঠকের মতামত