312674

নাগরিকত্ব বিল নিয়ে হিন্দু, শিখ ও মুসলিমদের ব্যতিক্রমী প্রতিবাদ

প্রতিবাদ সমাবেশের এক অনন্য নজির স্থাপিত হল ভারতের পাঞ্জাব প্রদেশে। প্রদেশটির মালেরকোটা জেলায় শিখ, হিন্দু, মুসলিম ও খ্রিস্টান নেতারা একই মঞ্চে উঠেছেন একসাথে। ভারতের লোকসভায় পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে রবিবার (১৬ ফেব্রুয়ারি) এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মুসলিম নারী বোরকা পরে স্লোগান দেন ‘হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, আপস মে সব বেহেন ভাই’।

এছাড়াও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মুসলমান এবং শিখরা এক হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। বিতর্কিত আইনটিকে ‘দেশের মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার সাম্প্রদায়িক এজেন্ডা’ বলে অভিহিত করেন তারা। সমাবেশে বিখ্যাত আইনজীবী হর্ষ মন্দার বলেন, নাগরিকত্ব নিয়ে কেউ কোনো কাগজ দেখতে চাইলে আপনারা দেখাবেন না। কোনো কাগজপত্র না দেখানোর জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি।

ad

পাঠকের মতামত