303273

পেঁয়াজের কেজি আবার ১১০ টাকা

পেঁয়াজের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার রাজধানীতে খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকায়। পাইকারি পর্যায়ে এ দাম ছিল ৯০-৯৫ টাকা। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের বড় একটি অংশ পঁচে যাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে দাম বাড়িয়েছে আমদানিকারকরা, এর প্রভাব পড়েছে বাজারে- এমনটাই বলছেন ডিলাররা।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ ডিলার পর্যায়ে বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। যা আগের দিন ৭০-৮০ টাকা ছিল। মিয়ানমারের পেঁয়াজ প্রতি কেজি ৭০-৭১ টাকা বিক্রি হয়েছে। এর আগের দিন এর দাম ছিল ৬০-৭০ টাকা। এ ছাড়া সরবরাহ কম থাকলেও ভারতের পেঁয়াজ প্রতি কেজির দাম ছিল ৭০ টাকা। এর আগের দিন যা ৫৮-৬০ টাকায় বিক্রি হয়েছে।

এ বিষয়ে রাজধানীর শ্যামবাজারের ডিলার আ. রাজ্জাক বলেন, ‘মিয়ানমার পচা পেঁয়াজ দিয়েছে। এতে অনেক পেঁয়াজই ফেলে দিতে হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ অনেক কমে গেছে। এমনও হয়েছে, অনেকের ৩০ শতাংশ পেঁয়াজই নষ্ট। তাই আমদানিকারকরা ক্ষতি পুষিয়ে নিতে দাম বাড়িয়েছেন। দাম আরও বাড়বে বলে আমদানিকারকরা জানিয়েছেন।’

ad

পাঠকের মতামত