301392

বাংলাদেশ নিয়ে ফেসবুকে লিখলেন জাকারবার্গ

বাংলাদেশে মেনিনজাইটিস নামের স্নায়ুরোগের প্রাদুর্ভাব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ওই পোস্টে বায়োহাবের তৈরি একটি টুল ব্যবহারের প্রশংসা করা হয়েছে।

জাকারবার্গ লিখেছেন, সম্প্রতি বাংলাদেশের গবেষকেরা মেনিনজাইটিস প্রাদুর্ভাবের কারণ খুঁজে বের করতে ‘আইডিসেক’ নামের টুল ব্যবহার করছে। টুলটি তৈরি করেছে ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ ও বায়োহাব নামের একটি দল।

আইডিসেক’ বা ইনফেকটিয়াশ ডিজিজ সিকোয়েন্সার হচ্ছে মূলত ওপেন সোর্স ও ক্লাউডভিত্তিক টুল যা যেকেউ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কাজে লাগাতে পারে। এটা বড় ধরনের একটি উদাহরণ যাতে বায়োহাবের প্রযুক্তি ও টুল ব্যবহার করে শিশুদের রোগ প্রতিরোধের উপযোগী নানা ব্যবস্থা নেওয়া যায়। আইডিসেক টুলটি স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দিতে কাজ করছে গেটস ফাউন্ডেশন।

ad

পাঠকের মতামত