301071

১১৫ টাকার আম চুরি, সাড়ে ৯৬ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্কঃ ১১৫ টাকার দুটো আম চুরি করে সাড়ে ৯৬ হাজার টাকা জরিমানা দিতে হল এক যুবককে। তাতেই শেষ নয়, তার পরেও কাজ খুইয়ে বাড়ি ফিরতে হল তাকে। ২৭ বছরের ওই যুবক ভারতীয়। কর্মসূত্রে আরবে ছিলেন। দুবাই বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে যাত্রীদের ব্যাগ বিমানে পৌঁছে দেয়ার কাজ করতেন।

জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছিলেন, ২০১৭ সালে ১১ অগস্টে তিনি একটি আম ভর্তি বাক্স বিমানে তুলছিলেন। বাক্সটি ভারতে আসার কথা ছিল। সেই বাক্স থেকেই তিনি দুটো আম চুরি করে খেয়েছিলেন। পিপাসা মেটানোর জন্যই তিনি এ কাজ করেছিলেন বলে জানিয়েছিলেন।

সেই মামলার শুনানিতেই সংযুক্ত আরব আমিরশাহির একটি আদালত সোমবার এই রায় দিয়েছে। আম দুটোর মূল্য ছিল ৬ দিরহাম, যা ভারতীয় টাকায় ১১৫ টাকার কিছু বেশি।

সোমবার রায়ে বিচারক তাকে এই অপরাধের জন্য ৫ হাজার দিরহাম জরিমানা করেন, যা ভারতীয় মূল্যে সাড়ে ৯৬ হাজার টাকা। এ ছাড়াও চুরির অপরাধে চাকরি খুইয়েছেন তিনি। আরব ছেড়ে চলে আসার নির্দেশও দেয়া হয়েছে তাকে।

ad

পাঠকের মতামত