301030

বৃষ্টিতে পণ্ড ফাইনাল, ফুটবল খেলেই সময় কাটালেন সাকিবরা

বিকেল ৫টা থেকে শুরু হওয়া টিপটপ বৃষ্টি আর থামলো না এক মুহূর্তের জন্যও। গতি না বাড়লেও ঝিরঝির বৃষ্টি চললো পুরোটা সময়। খেলা শুরুর কথা ছিলো সন্ধ্যা সাড়ে ৬টায়। তা সম্ভব হয়নি, হয়নি একটি বলও মাঠে গড়ানোর ব্যবস্থা। অগত্যা ঘড়ির কাঁটা রাত ৯টা পার হতেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার, যৌথ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও আফগানিস্তান।

আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেয়ার ঠিক আগমুহূর্তে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমে নিজেদের প্রথাগত পদ্ধতিতে ‘চোর-চোর’ খেলে গা গরম করে নেন মুশফিক, রিয়াদরা।

পরে দুই দলে ভাগ হয়ে উইকেটের পাশেই শুরু হয় ফুটবল খেলা। যেখানে রুবেল হোসেন, শফিউল ইসলাম, আফিফ হোসেন ও নাজমুল শান্তরা এক দলে এবং মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, সাব্বির রহমানরা আরেক দলে ভাগ হয়ে শুরু করেন খেলা। প্রায় বিশ মিনিট খেলার পর, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার কারণে বন্ধ করতে হয় ক্রিকেটারদের এই ফুটবল খেলা।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর বাতিল ঘোষণার আগের সময়টা মাঠে ফুটবল খেলেন টাইগাররা

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর বাতিল ঘোষণার আগের সময়টা মাঠে ফুটবল খেলেই কাটালেন সাকিব-মুশফিক-রিয়াদরা।

Posted by jagonews24.com on Tuesday, 24 September 2019

ad

পাঠকের মতামত