301061

পরিত্যক্ত ঘরে ৪৭ বাচ্চাসহ বিষধর গোখরা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউপির আলমগীর চর গ্রামের একটি পরিত্যক্ত বসতঘর থেকে ৪৭টি গোখরা সাপের বাচ্চা ও একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপ উদ্ধারের খবর শুনে ওই বাড়িতে উৎসুক এলাকাবাসীর ভিড় জমে।

মঙ্গলবার সকালে বারদী ইউপির আলমগীর চরের সাদেকুর রহমানের বাড়ির উঠানে দু একটি করে গোখরা সাপের বাচ্চা ঘোরাঘুরি করতে থাকে। এইগুলো দেখে স্থানীয় লোকজন পাশের একটি পরিত্যক্ত ঘরের ভেতর দেখতে পায় আরো অনেকগুলো সাপের বাচ্চা দৌড়াদৌড়ি করছে। এর আগে গত শনিবার একটি পোষা বিড়াল মারা যায়। ধারণা করা হয় সাপের কামড়েই বিড়ালটি মারা গেছে।

পরে তারা রূপগঞ্জের তারাবো এলাকার মোস্তফা মিয়া নামের এক সাপুড়েকে খবর দেন। সাপুড়ে মোস্তফা মঙ্গলবার দুপুরে এসে ওই ঘর থেকে ৪৭টি গোখরা সাপের বাচ্চা, সাপের ডিমের খোসা ও একটি ৫ হাত লম্বা গোখরা সাপ উদ্ধার করে।

ad

পাঠকের মতামত