300890

একজন কাউন্সিলর ক্যাসিনো ব্যবসায় জড়িত ২ মাস আগে জানানো হয়েছিল, বললেন সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন কাউন্সিলর ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মাস আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিলো বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন । যমুনা টিভি ১৪:০০

ক্যাসিনোর নামে দেশে যে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার হয়েছে সেগুলো অভিযানের মাধ্যমে বন্ধ করা হবে বলেও জানিয়েছেন মেয়র।

সোমবার দুপুরে নগরভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের কোনো কাউন্সিলর জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকারের শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে জনগণ। ক্যাসিনো ব্যবসাকে বৈধ করা হবে কি না-সে সিদ্ধান্ত সরকারের উচ্চমহল নেবে বলেও মন্তব্য করেন তিনি।সূত্রঃ আমাদের সময়.কম

ad

পাঠকের মতামত