300268

‘নকলের স্থায়ীত্ব বেশিদিন নয়!’ রাণুর গান শুনে প্রতিক্রিয়া লতা মঙ্গেশকরের

বিনোদন ডেস্ক : রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে সোজা হিমেশ রেশমিয়ার রেকর্ডিং স্টুডিওতে ৷ রাতারাতি একেবারে লাইমলাইটে রানাঘাটের রাণু মণ্ডল৷ দেশ-বিদেশে রাণুর এখন জনপ্রিয়তা তুঙ্গে। রানাঘাটের লতা নামেই প্রথম দিকে লাইমলাইটে এসেছিলেন রাণু৷ লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ রাণু বারবারই জানিয়েছেন তিনি লতার একনিষ্ঠ ভক্ত ৷

তবে রাণুর গানের খবর পেয়ে এই প্রথম প্রতিক্রিয়া দিলেন লতা মঙ্গেশকর ৷ সংবাদ সংস্থা আইএনএসের খবর অনুযায়ী, লতা জানান, নকলের স্থায়ীত্ব বেশিদিন নয় ! লতার কথায়, ‘আমার গান গেয়ে কেউ যদি ভালো থাকে, উন্নতি হয় ৷ তাহলে সত্যিই নিজেকে ধন্য মনে করব ৷ তবে আমার মনে হয় কাউকে নকল করে বেশি দিন থাকা সম্ভব নয় ৷’

লতা আরও জানান, ‘অনেকেই কিশোর, মুকেশ রফি কিংবা আশার গান গেয়েছেন ৷ কিন্তু সুনিধি ও শ্রেয়া ছাড়া আমার তো কারও নামই মনে পড়ছে না ৷ ’ রাণু মণ্ডলের প্রসঙ্গ তুলে লতা জানান, ‘আমি এটা বিশ্বাস করি যে নকলের স্থায়ীত্ব বেশি দিন নয় ৷ এরা ঝড়ের মতো আসে, ও ঝড়ের মতো চলে যায় ৷

ad

পাঠকের মতামত