298776

ক্শ্মীর প্রস্তাব শুনে রাজ্যসভাতেই ভারতের সংবিধান ছিঁড়লেন পিডিপি নেতা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করতেই ক্ষেপে যান পিডিপি নেতা মীর মহম্মদ ফৈয়াজ। সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন তিনি। এরপরেই তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। রাগে নিজের কুর্তাও ছিঁড়ে ফেলেন ওই নেতা। প্রতিবাদী অপর সাংসদ নাজির আহমেদকেও বহিষ্কার করা হয়।

সংসদে অমিত শাহের বক্তব্য রাখার পর থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন জম্মু ও কাশ্মীরের অন্যতম রাজনৈতিক দল পিডিপির দুই সাংসদ নাজির আহমেদ এবং এমএম ফৈয়াজ।

ad

পাঠকের মতামত