298198

ওসি মোয়াজ্জেম গ্রেপ্তারে ভাইয়ের ক্ষোভ প্রকাশ

ফেনীর সোনাগাজী উপজেলার থানা পুলিশের সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ওসি মোয়াজ্জেম হোসেনের ভাই আরিফুজ্জামান খন্দকার ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন আরিফুজ্জামান।

যশোরের বাসিন্দা আরিফুজ্জামান খন্দকার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ভাই নুসরাতের বক্তব্য ভিডিও করেছে। এটা ঠিক। কিন্তু তিনি তো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেননি। পিবিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক সেটি প্রকাশ করেছে। আমার ভাইকে গ্রেপ্তার করা হলেও, সন্ধ্যায় দেখলাম সেই সাংবাদিক টিভিতে লাইভ দিচ্ছে।

তিনি বলেন, নুসরাত হত্যার মূল মামলা ও আসামিদের বাদ দিয়ে ওসিকে নিয়ে বেশি নড়াচড়া করা হচ্ছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।

উল্লেখ্য, ওসি মোয়াজ্জেমের বাবার নাম খন্দকার আনসার আলী। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তার এক ভাই সৌদি আরবে ও আরেক ভাই আমেরিকা প্রবাসী। তাদের আদি বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে। বাবার চাকরি সুবাদে তারা দীর্ঘদিন ধরে যশোর শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।

ad

পাঠকের মতামত