298035

কোহলির পক্ষে ভারতকে বিশ্বকাপ জেতানো সম্ভব নয় : টেন্ডুলকার

স্পোর্টস ডেস্কঃ আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের এই মহাযজ্ঞের। যেখানে দশ দেশ লড়বে বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিতে।

এ বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকেও অনেকে মানছেন ফেবারিট হিসেবে। ক্রিকেটবোদ্ধাদের অনেকেই মনে করছেন এবার কোহলির নেতৃত্বে নিজেদের শিরোপা পুনরুদ্ধার করবে ভারত।

ভারতকে ফেবারিট মানার সবচেয়ে বড় কারণ বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম কোহলির অবিশ্বাস্য ফর্ম। অনেকেই মনে করেন একাই ভারতকে শিরোপা জেতানোর ক্ষমতা রয়েছে বিরাট কোহলির।তবে ভারতের ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকার মনে করেন কোহলির একার পক্ষে ভারতকে শিরোপা জেতানো সম্ভব নয়।

শিরোপা পুনরুদ্ধারের জন্য প্রয়োজন দলীয় প্রচেষ্টা। কারো একার পক্ষে একটা টুর্নামেন্টের শিরোপা জেতা সম্ভব নয় বলে মনে করেন ভারতের সাবেক এই ব্যাটিং কিংবদন্তি। তিনি বলেন, ‘আমার মনে হয় আপনি হয়তো ব্যক্তিগতভাবে প্রতি ম্যাচে ভালো করতে পারেন। কিন্তু পুরো দলের সহায়তা ছাড়া আপনার পক্ষে ম্যাচ জয় সম্ভব নয়। শুধুমাত্র একজনের মাধ্যমে আপনি শিরোপা জিততে পারবেন না, যদি বাকিরা গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠতে না পারে। আর যদি তা না হয় তাহলে খু্বই খারাপ হবে।’

তবে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল থাকায় বিশ্বকাপে ভারতের পক্ষে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন টেন্ডুলকার। তিনি বলেন, ‘আমার মনে হয় দলটা ভারসাম্যপূর্ণ। আমাদের দলে ৮-১০ বছর ধরে খেলা ক্রিকেটার যেমন আছে। তেমনি কুলদ্বীপ, চাহাল, হার্দিক, বুমরাহদের মতো তরুণরাও আছে। তাই আমার মনে হয় অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল ঘটেছে দলে। আমার বিশ্বাস বিশ্বকাপে আমাদের পক্ষে ভালো কিছু সম্ভব।’

এবারের বিশ্বকাপে বোলারদের অবস্থা যে করুণ হতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিতই। ভারতের সাবেক ব্যাটিং কিংবদন্তি শচিন মনে করছেন এতে ক্রিকেট খেলাটা হেলে পড়ছে কেবল ব্যাটসম্যানদের দিকে। তিনি বলেন, ‘খেলাটা দিন দিন কেবল ব্যাটসম্যানদের হয়ে যাচ্ছে। দুই দিক থেকে নতুন বল ও ফ্ল্যাট পিচের কারণে কেউ ৩৫০ রান করছে। আবার আরেক দল সে লক্ষ্যে পৌঁছে যাচ্ছে ৪৫ ওভারের আগেই।’

ad

পাঠকের মতামত