297762

চ্যাম্পিয়ন বাংলাদেশকে দারুন সুখবর দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুহাত ভরে পেয়েছে বাংলাদেশ। এই সিরিজের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে সক্ষমতার পরিচয় দিয়েছেন দলের প্রায় সব খেলোয়াড়। ঘুচেছে বহুজাতিক সিরিজে শিরোপাহীন থাকার বেদনা। সিরিজ জুড়ে অসাধারণ পারফরম্যান্সে রেটিং পয়েন্টও বেড়েছে টাইগারদের!

ডাবলিনে শুক্রবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। রোদ-মেঘ-বৃষ্টির লুকোচুরির পর খেলা শুরু হলে ম্যাচ নেমে আসে ২৪ ওভারে। তাতে উইন্ডিজ তোলে ১ উইকেটে ১৫২ রান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১০ রান। শেষ দিকে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ।

সিরিজে আগের দুই ম্যাচেও উইন্ডিজকে যথাক্রমে ৮ ও ৫ উইকেটে হারায় টাইগাররা। মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় তারা। অর্থাৎ ত্রিদেশীয় সিরিজটিতে অপরাজিত ফাইনাল বাংলাদেশ! বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্সে রীতিমত উজ্জীবিত দলটি।

সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনের মধ্যে আরেকটি সুখবর এসেছে বাংলাদেশের জন্য। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ৭ম অবস্থানে ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সদ্য সমাপ্ত এই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। টানা চার ম্যাচ জেতায় তাদের রেটিং পয়েন্ট ৪ বেড়ে দাঁড়িয়েছে ৯০। তাতে অবশ্য অবস্থানের উন্নতি হচ্ছে না।

ওডিআই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টাইগারদের ঠিক ওপরে ৬ষ্ঠ স্থানে আছে তারা, রেটিং পয়েন্ট ৯৪। বাংলাদেশের পেছনে তথা অষ্টমস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট ৭৭।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আছে এবারের বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৪। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ভারত।

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং (রেটিং পয়েন্টসহ):

১. ইংল্যান্ড (১২৪)

২. ভারত (১২১)

৩. দক্ষিণ আফ্রিকা (১১৫)

৪. নিউজিল্যান্ড (১১৩)

৫. অস্ট্রেলিয়া (১০৯)

৬. পাকিস্তান (৯৪)

৭. বাংলাদেশ (৯০)

৮. উইন্ডিজ (৭৭)

৯. শ্রীলঙ্কা (৭৬)

১০. আফগানিস্তান (৬৪)

ad

পাঠকের মতামত