295320

মেক্সিকোতে অভিবাসীদের ৫ লাখ ডলার সহায়তা পোপ ফ্রান্সিসের

যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের জন্য মেক্সিকোতে অবস্থানরত অভিবাসীদের পাঁচ লাখ ডলার সহায়তা দিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের বরাত দিয়ে আজ রোববার সিএনএন এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাথলিক চার্চের পিটার পেন্স ফান্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তহবিল সংগ্রহ করে এই সহায়তা দেওয়া হয়েছে। ক্যাথলিক চার্চের এক বিবৃতিতে বলা হয়েছে, মিডিয়া কাভারেজ কমে যাওয়ায় এসব অভিবাসীদের জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি সহায়তার পরিমাণ কমে যাওয়ার প্রেক্ষাপটে অনুদান দিলেন পোপ।

১৬টি ধর্মীয় এলাকায় ২৭টি প্রজেক্টের মাধ্যমে অভিবাসী প্রার্থীদের মৌলিক সহায়তা দিতে এই অর্থ ব্যয় হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।বিবৃতিতে পিটার পেন্স কার্যালয় বলেছে, ২০১৮ সালে অভিবাসীদের ছয়টি দল মেক্সিকোতে প্রবেশ করে। এতে মোট মানুষের সংখ্যা ছিল ৭৫ হাজার। অন্য অভিবাসী দলগুলোর আসার ঘোষণা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা এবং আশ্রয় আর জীবিকা ছাড়া এই সব মানুষই ছিল অসহায়। ক্যাথলিক চার্চ এসব মানুষের মধ্যে কয়েক হাজারকে ধর্মীয় এলাকায় আশ্রয় দিয়েছে সরবরাহ করা হয়েছে বাসস্থান আর পোশাকের মতো মৌলিক প্রয়োজন।

পিটার পেন্স কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই জরুরি পরিস্থিতিতে মিডিয়া কাভারেজ কমে এসেছে ফলে বিভিন্ন সরকার ও ব্যক্তির তরফ থেকে এই অভিবাসীদের সহায়তা দেওয়ার পরিমাণও কমে গেছে।’সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময় ৪০০ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময়ই মেক্সিকোর অভিবাসীদের সহায়তায় পাঁচ লাখ ডলার অনুদান দিয়েছেন পোপ ফ্রান্সিস।

ad

পাঠকের মতামত