292463

দুবাই কোরআন প্রতিযোগিতায় জামিল আহমেদের ১ম স্থান অর্জন

ইসলাম ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৩তম শায়েখ রাশিদ বিন মাকতুম কোরআন প্রতিযোগিতা-২০১৯ এ ৩০ পারা গ্রুপে হাফেজ জামিল আহমেদ বিন জাহির উদ্দীন ১ম স্থান অর্জন করেছেন। দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা ৫টি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ২৮শে মার্চ। ফাইনাল রাউন্ড ৮ই এপ্রিল। ১৪ই এপ্রিল পুরস্কার বিতরণ করা হয়। ইনসাফ।

বিশ্বের বিভিন্ন দেশের ছাত্ররা আরব আমিরাতের এ প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে প্রথম রাউন্ডের বাছাইপর্বে ছিলো ৩১৯জন প্রতিযোগী। ফাইনাল রাউন্ডে ছিলো ৫০জন। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ১৮ বছর বয়সী জামিল আহমেদের বাড়ি সিলেটের জৈন্তাপুরে । সে ২০১৪ সালে হিফজ সমাপ্ত করে। বর্তমানে সে দুবাইতে এরাবিক স্কুলে গ্রেড টেনে পড়ুয়া। তাঁর পিতা জাহির উদ্দীন দুবাইতে আওক্বাফের একটি মসজিদের ইমাম। উল্লেখ্য, জামিল আহমেদ এ বছর দুবাইতে শায়েখ হিন্দ প্রতিযোগিতায় জামিল প্রথম স্থান অধিকার করে।

ad

পাঠকের মতামত