291289

তিন চাকার ভিন্ন ডিজাইনের বাইক নিয়ে আসছে হোন্ডা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট।। এই মুহূর্তে তিন চাকার মোটরসাইকেল তৈরিকারক একমাত্র প্রতিষ্ঠান ইয়ামাহা নিকেন। এবার তিন চাকার মোটরসাইকেল নিয়ে আসছে জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হোন্ডা। তবে হোন্ডার তৈরি মোটরসাইকেলের পেটেন্টটি সম্পূর্ণ নতুন ডিউজাইনের। কেননা বেশিরভাগ তিন চাকার মোটরসাইকেলের পেছনে দুটি চাকা ও সামনে একটি চাকা থাকে। আর এ বেলায় হোন্ডা নিওউইং মোটরসাইকেলের পেটেন্টে দেখা গেছে, সামনে দুটি ও পেছনে একটি চাকা থাক রয়েছে।

২০১৯ সালের ২০ মার্চ এই তিন চাকার মোটরসাইকেলটির পেটেন্টটি স্বীকৃতি পেয়েছে। জানা গেছে, এই মোটরসাইকেলে থাকবে ভি-টুইন ইঞ্জিন। এছাড়া এতে একটি ইলেকট্রিক মোটর ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে হোন্ডার কর্তৃপক্ষ। ২০১৬ সালে এই তিন চাকার মোটরসাইকেল তৈরির পরিকল্পনা হাতে নেয় হোন্ডা কম্পানি। এ নিয়ে তারা একটি পেটেন্ট তৈরি করে। বহু পরীক্ষা-নিরীক্ষার পর ২০১৯ সালের ২০ মার্চ পেটেন্টটি গৃহীত হয়। মোটরসাইকেলটি কবে তৈরি শুরু হবে তা প্রতিষ্ঠানটি না জানালেও পেটেন্ট স্বীকৃতির পর কাজে নেমে পড়বেন বলে জানিয়েছেন তারা।

ad

পাঠকের মতামত