290784

মহানবী (সাঃ) যেভাবে তাসবিহ পাঠ করতেন

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালার সুন্তুষ্টি লাভের আশায় অনেক ধর্মপ্রাণ মুসলমানেরা ফরয আমল শেষ করে বিভিন্ন নফল ইবাদত বন্দেগীর মধ্যে ডুবে থাকেন। বিভিন্ন ইবাদতের মধ্যে তাসবিহ পাঠ অন্যতম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও তাসবিহ পাঠ করেছেন। আপনি কি জানেন নবীজী (সা.) কিভাবে তাসবিহ পাঠ করতেন? নিচে উল্লেখিত হাদিসটির মাধ্যমে তা জেনে নিন।

আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আঙুল ভাঁজ করে তাসবিহ গুনতে। অপর বর্ণনায় অতিরিক্ত এসেছে, তাঁর ডান হাতে। (আবূ দাউদ ২/৮১, নং ১৫০২; তিরমিযী ৫/৫২১, নং ৩৪৮৬)।

ad

পাঠকের মতামত