289412

কিভাবে আদায় করবেন প্রতিমাসের বেতনের যাকাত?

ইসলাম ডেস্ক।। প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমরা জানি, নিসাব পরিমাণ সম্পদের মালিক এমন প্রত্যেক মুসলমানের জন্য যাকাত আদায় করা ফরয। আমি এক মাসে যা বেতন পাই, তা ৫২.৫ তোলা রূপার সমপরিমাণ বাজার মূল্য হিসেবে নিসাবের সমপরিমাণ হয়েও বেশি হয়। এ ক্ষেত্রে আমি প্রত্যেক মাসের যাকাত কীভাবে আদায় করবো?

উত্তর: ওয়া আলাইকুমুসসালাম। প্রশ্নোল্লিখিত অবস্থায় যাকাত আদায়ের সুন্দর পন্থা হচ্ছে, প্রথম বেতনের যদি এক বছর পূর্ণ হয়; তবে তার সাথে সংশ্লিষ্ট করে সবগুলোর যাকাত আদায় করে দিবে। যে বেতনে বছর পূর্ণ হয়েছে তার যাকাত সময়ের মধ্যেই আদায় করা হল। আর যাতে বছর পূর্ণ হয়নি তার যাকাত অগ্রিম আদায় হয়ে গেল। প্রতিমাসের বেতন আলাদা হিসাব রাখার চাইতে এটাই হচ্ছে সহজ পন্থা। কিন্তু দ্বিতীয় মাসের বেতন আসার আগেই যদি প্রথম মাসের বেতন খরচ হয়ে যায়, তবে তার উপর কোন যাকাত নেই। কেননা যাকাত ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের উপর বছর পূর্ণ হওয়া। সূত্র: islamqa.info

ad

পাঠকের মতামত