289415

অভিশাপ দেওয়া এত বড় গুনাহ!

ইসলাম ডেস্ক।। যে কোন মানুষই রাগ অনুভব করতে পারেন। তবে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণকারীই প্রকৃত বীর। অনেকেই রাগের সময় জিহবাকে সংযত রাখতে পারেন না। বেদিশা হয়ে লা’নত করে বসেন। মানুষ, পশু, জড় পদার্থ, দিন-ক্ষণ এমনকি নিজের সন্তান-সন্ততি কেউ বাদ যায় না। যখন যার উপর রাগ, তার উপরেই অভিশাপের তীর। দেখা যায়, স্বামী নিজ স্ত্রীকে লা’নত করে, আবার স্ত্রীও স্বামীকে লা’নত করে। এটি একটি মারাত্মক অন্যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

“যে ব্যক্তি কোনো মুমিনকে লা’নত করল বা কাফের বলে গালি দিল, সে যেন তাকে হত্যা করল।” -সহীহ বুখারী; সহীহ মুসলিম; মিশকাত, হাদীস নং ৩৪১০

মহিলাদেরকে বেশি বেশি লা’নত করতে দেখা যায়। একারণেই রাসুলুল্লাহ (সা.) মহিলাদের জাহান্নামী হওয়ার নানা কারণের মধ্যে এটি একটি বলে উল্লেখ করেছেন। -সহীহ বুখারী; সহীহ মুসলিম; মিশকাত, হাদীস নং ১৯

এমনিভাবে লা’নতকারীরা কিয়ামত দিবসে সুপারিশকারীও হতে পারবে না। সবচেয়ে ভয়াবহ ব্যাপার এ যে, অন্যায়ভাবে লা’নত করলে তা লা’নতকারীর ওপর বুমেরাং হয়ে ফিরে আসে। তাতে লা’নতকারী মূলতঃ নিজকেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য প্রার্থনাকারী হয়ে দাঁড়ায়।

ad

পাঠকের মতামত