289312

বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ

চার বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেই দুর্দান্ত পারফর্মেন্স করেছিলেন জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু ফেরাটা সুখকর হলো না ফিজের। অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি।আজ বৃহস্পতিবার এক্সরে রিপোর্ট পাওয়ার পর তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী দৈনিক আমাদের সময় অনলাইনকে মোস্তাফিজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গতকাল অনুশীলনের সময় গোড়ালিতে আঘাত পেয়েছেন মোস্তাফিজ। আমরা তার এক্সরে করেছি। কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তাকে খেলা থেকে দুই সপ্তাহ দূরে থাকতে বলেছি।’আঘাতটা কেমন গুরুতর জিজ্ঞেস করলে আমাদের সময়কে দেবাশীষ চৌধুরী বলেন, ‘দুই সপ্তাহ পর রিভিউ করে দেখব , তখন বুঝা যাবে। এখন আঘাত কেমন বলা যাচ্ছে না। দুই সপ্তাহ পর বোঝা্ যাবে।’বিশ্বকাপের আর মাস খানেক বাকি। আগামী মাসে আয়ারল্যান্ডের মাটিতে আছে ত্রিদেশীয় সিরিজ। এই মুহূর্তে মোস্তাফিজের ইনজুরি বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদই বটে।

ad

পাঠকের মতামত