281732

১৩শ যাত্রী নিয়ে সাগরে জাহাজের ইঞ্জিন নষ্ট, হেলিকপ্টারে উদ্ধার (ভিডিও)

নিউজ ডেস্ক।। নরওয়ের উপকূল থেকে কিছু দূরে একটি জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে ১৩শ যাত্রী। অবশ্য উদ্ধারকর্মীদের দ্রুত তৎপরতায় বেশিরভাগ যাত্রীকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে, এখনো চলছে উদ্ধার চেষ্টা। নরওয়ের পশ্চিম উপকূলীয় কাউন্টি মোর অগ রোমসডাল পুলিশ জানায়, এমভি ভাইকিং স্কাই নামের জাহাজটি উপকূল থেকেই শনিবার যাত্রা করেছিল । উপকূল থেকে অনেকখানি দূরে যাওয়ার পর শনিবার দুপুরে হঠাৎ করেই এর ইঞ্জিনগুলোতে সমস্যা দেখা দেয়।’

পুলিশ আরও জানায়, ‘কিছুক্ষণের মধ্যে চারটি ইঞ্জিনের মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে যায়। তার কিছুক্ষণ পর বাকি ইঞ্জিনগুলোও বন্ধ হয়ে গেলে প্রচণ্ড ঝাঁকি দিয়ে মাঝ সমুদ্রে থেমে যায় যাত্রীবাহী ভ্রমণতরীটি।’ নরওয়ের নৌ-উদ্ধারকারী সংস্থা জানায়, ‘শনিবার সন্ধ্যায় ভাইকিং স্কাই থেকে সাহায্যের আবেদন করে পাঠানো ডিসট্রেস সিগন্যাল পেয়েছিল তারা। সংকেত পাওয়ার কিছুক্ষণের মধ্যে যাত্রীদের উদ্ধারে ৫টি হেলিকপ্টার ও কয়েকটি উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে দেয়া হয়।’

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার চেষ্টায় বিলম্ব হচ্ছে। সমুদ্রে তীব্র ঝড়ো হাওয়া এবং ১০ মিটারের চেয়েও উঁচু বড় বড় ঢেউ ছিল বলে জানানো হয়েছে। এখনো পুরো এলাকায় ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। রোববার সকালে চারটি ইঞ্জিনের তিনটি কোনোমতে চালু করে নিকটতম বন্দরের কাছে পৌঁছাতে সমর্থ হয় জাহাজটি। সারারাত উদ্ধারকাজ চালিয়ে ভ্রমণতরীটির ক্রুসহ বেশিরভাগ আরোহীকে নিরাপদে বের করে আনতে সফল হয় উদ্ধারকারী দল।

হেলিকপ্টারে উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, ‘দুপুরের খাবারের সময় হঠাৎ করেই কাঁপতে শুরু করে জাহাজটি। কিছুক্ষণ পর পুরো জাহাজ প্রচণ্ড জোরে কয়েকবার ঝাঁকি খায়। ঝাঁকিতে জানালা ভেঙে জাহাজের ভেতর পানি ঢুকতে শুরু করলে ভয় পেয়ে যান।’ নৌ-উদ্ধারকারী সংস্থার বরাতে নরওয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকে জানিয়েছে, ‘ভাইকিং স্কাইয়ের অধিকাংশ যাত্রী ব্রিটিশ এবং আমেরিকান। বর্তমানে জাহাজটিকে স্থিতিশীল অবস্থায় রেখে উদ্ধারকাজ চালানো হচ্ছে।’

ad

পাঠকের মতামত