279305

নুরনামা ও ডিগবাজি!

গোলাম ফারুক অভির নাম শুনেছেন নিশ্চয়ই? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভির গল্প তামিল সিনেমার এ্যাকশনকেও হার মানাবে। এসএসসি, এইচএসসিতে বোর্ডে মেধা তালিকায় স্থান পাওয়া অভির নামে এক সময় যিকির হতো ক্যাম্পাসে। অভির নেতৃত্বসুলভ চালচলন, বক্তৃতা, কোয়ালিটি অব পলিটিক্স ছিলো ঈর্ষনীয়। কিন্তু রাজনৈতিক ডিগবাজির কারণে সেই অভিকে বিশ্ববিদ্যালয় হতে অনেকটা রিক্তহস্তে বিদায় নিতে হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল হয়ে বাংলাদেশ ছাত্রলীগ ঘুরে সর্বশেষ যোগ দিয়েছিলেন এরশাদের ছাত্র সমাজে। এরপর কেবলই পতনের ইতিহাস..

মাহমুদুর রহমান মান্না ডিগবাজি রাজনীতির অন্য এক জলজ্যান্ত ইতিহাস। চমৎকার চেহারা, পরিচ্ছন্ন পরিপাটি পোশাক, সুবিন্যস্ত কেশ, প্রজ্ঞাবান দৃষ্টি সব মিলিয়ে এক আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। ছাত্রজীবনেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। স্বাধীনতার পর জাসদ গঠিত হলে রোমাঞ্চের নেশায় অনেক তরুণের সঙ্গে তিনিও ভেড়েন এই দলটিতে। ১৯৭৩ সালে মাত্র ২২ বছর বয়সে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদেও আসীন হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৭২ সালে জাসদ ছাত্রলীগ থেকে চাকসুর জিএস নির্বাচিত হন মান্না। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ১৯৭৯ ও ১৯৮০ সালে জাসদ ছাত্রলীগ থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হন। ১৯৯০ সাল পর্যন্ত ছিলেন বাসদের কেন্দ্রীয় নেতা। এরপর এক সময়ের জাসদ নেতা মীর্জা সুলতান রাজার নেতৃত্বে জনতা মুক্তি পার্টি গঠিত হলে ওই দলের নেতা হন মান্না। এই দলটি ১৯৯২ সালে আওয়ামী লীগে বিলুপ্ত হলে মান্না হয়ে যান আওয়ামী লীগের নেতা। এরপরের ইতিহাস সবারই জানা..

মি. নুরুল হক নুর। আপনার কোয়ালিটি নিয়ে প্রশ্ন করার ধৃষ্টতা দেখাবনা। মন্ত্রমুগ্ধের মতো হাজার হাজার শিক্ষার্থীকে আন্দোলনে শরিক করাতে পেরেছিলেন। দল-মত নির্বিশেষে মিছিলের সারি কেবল লম্বাই হয়েছে। আপনার বক্তব্য, নেতৃত্বসুলভ চালচলন, যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব সবার নজর কেড়েছিলো। দৃঢ়তা বজায় রাখুন। ক্ষণেক্ষণে মত পাল্টাবেন না। ডিগবাজি রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার। যাই করেন, দীর্ঘমেয়াদী চিন্তা করেই করেন।

নীরু, অভি, মান্নারা আপনার থেকে অনেক বেশি জনপ্রিয় ছিলো। ক্যাম্পাসের হলে হলে নীরু-অভির নামে যিকির হয়েছে। জেল থেকে মুক্তির পর নীরুকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পায়ে হেটে আসতে হয়নি। সাধারণ শিক্ষার্থীদের মাথায় করে এসেছিলেন। এরপর বাকিটা ইতিহাস। হেমায়েতুল্লাহ আওরঙ্গ, সানাউল হক নীরুদের কথায় কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ই কাঁপতনা, পুরো রাজধানীও তাদের গোলামি করতো কিন্তু।

নুরনামা ও ডিগবাজিগোলাম ফারুক অভির নাম শুনেছেন নিশ্চয়ই? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভির গল্প তামিল সিনেমার…

Posted by Sanaul Haque Sunny on Monday, 18 March 2019

লেখক: সানাউল হক সানি। (ফেসবুক থেকে সংগৃহীত) (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বাংলালাইন২৪.কম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ad

পাঠকের মতামত