277563

আলোচনায় বসেছে ভারত-পাকিস্তান

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানে ভারতীয় শিখদের একটি তীর্থস্থানে ভিসা ছাড়াই তীর্থযাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করে দিতে আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানান, পাকিস্তানের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ভারতে আসার পর আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল।

এর আগে ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪০ সদস্য নিহত হওয়ার পর দুদেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনার জেরে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত। তারা জানায়, আত্মঘাতী হামলার জন্য দায়ী জঙ্গিদের ঘাঁটি ছিল তাদের লক্ষ্যবস্তু। পাকিস্তানও পাল্টা জবাব দেয় এবং ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে। তারা একজন ভারতীয় পাইলটকে আটক করলেও পরে ছেড়ে দেয়। যার ফলে উত্তেজনা কিছুটা কমে আসে।

ad

পাঠকের মতামত