277364

জাপানের চাহিদা অনুযায়ী ‘পরিশ্রমী’ কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল। তাই বাংলাদেশের জনশক্তিকে ব্যবহার করে জাপান তার শ্রম ঘাটতি পূরণ করতে পারে।’বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে জনশক্তি রপ্তানি বিষয়ে জাপানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। সাক্ষাতকালে প্রতিমন্ত্রী এই কথা বলেন।প্রতিমন্ত্রী জাপানের প্রতিনিধিদলকে বলেন, ‘বাংলাদেশের জনশক্তিকে ব্যবহার করে জাপান তার শ্রম ঘাটতি পূরণ করতে পারে। জাপানের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।’

ইতোপূর্বে বাংলাদেশের বিভিন্ন মেগা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে জাপানের প্রতিনিধিদল। পরিদর্শন আলোকে তারা সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে তারা বলেন, ‘এ বন্ধুত্ব এক দিনের নয়, এটা অটুট রাখতে হবে।’জাপানের প্রতিনিধিদলে ছিলেন এমএলএস করপোরেশনের সিইও ওইকাওয়া ইউসুকি, মায়ানমার ডাউই কালচার ইকোনমি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর ইয়াসুয়ো মেগা, গকুবান করপোরেটিভের ডিরেক্টর তেৎসুফুমি ফুজিসাওয়া প্রমুখ।এসময় মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশিক্ষণ) মো. শহীদুল আলম, এনডিসি ও উপসচিব কাজী আবেদ হোসেন উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত