274093

সাকিবের তৃতীয় টেস্টে খেলার প্রয়োজন নেই: পাপন

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চোট পেয়ে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে পারেন নি টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে প্রথম টেস্টে সাকিবকে পাওয়া যাবে না সেটা আগেই জানা গেছিলো কিন্তু দ্বিতীয় টেস্টে খেলার কথা থাকলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে ফিরতে পারেন নি। তৃতীয় টেস্টে দলে ফিরার কথা থাকলেও না খেলার কথা বললেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল ইসলাম পাপন। পাপন জানিয়েছেন, সাকিবের পুরোপুরি সেরে ওঠার স্বার্থে তৃতীয় টেস্টে সাকিবকে না খেলানোর পক্ষে তিনি।

ইতিমধ্যে সাকিব একদিন আগেই অনুশীলন শুরু করেছেন। তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনাও ছিল। তবে চোট নিয়ে খেলতে গিয়ে নিদাহাস ট্রফি বা এশিয়া কাপের মত আরো চোট বেড়ে যায় কি না, সেই শঙ্কা থাকছেই। এই শঙ্কা দূর করতেই বোর্ড সভাপতি চাইছেন, তৃতীয় টেস্টে সাকিব ছাড়াই নামুক বাংলাদেশ। বিশ্বকাপের আগে সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন তিনি।

পাপন বলেন, ‘সামনেই বিশ্বকাপ। তাই আমি মনে করি তৃতীয় টেস্টে তার খেলার কোনো প্রয়োজন নেই। আমরা চাই সম্পূর্ণ সেরে উঠেই সে মাঠে ফিরুক। তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।’

নিউজিল্যান্ড সফরের পর দেশের অন্য ক্রিকেটাররা ডিপিএল নিয়ে ব্যস্ত হবেন, কেউবা থাকবে বিশ্রামে। সাকিবের তখন খেলার কথা আইপিএলে। সাকিব সুস্থ হয়ে উঠলে কি আইপিএল খেলতে যাবেন? এই প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘যদি সে পুরোপুরি সুস্থ না হয়, তাহলে কিভাবে আইপিএল খেলবে? এটা তো এমন নয় যে সে জাতীয় দলের জন্য আনফিট আর আইপিএলের জন্য ফিট।’

বোর্ড সভাপতি অবশ্য জানালেন, সাকিবকে জাতীয় দলের মত আইপিএলের ময়দানেও দেখতে চান তিনি। তিনি বলেন, ‘যদি সে পুরোপুরি সুস্থ হয় এবং ডাক্তারও বলে তবে সে আইপিএল খেলতে পারবে আমরা চাই সে আইপিএলও খেলুক, জাতীয় দলের হয়েও খেলুক। সবকিছু তার ফিটনেসের ওপর নির্ভর করছে।’

ad

পাঠকের মতামত