271667

কাদেরের ভেন্টিলেশন খোলার সিদ্ধান্ত দেবী শেঠি আসার পরই : হানিফ

নিউজ ডেস্ক।। হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভেন্টিলেশন (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা) খোলার সিদ্ধান্ত নেবে নতুন মেডিকেল বোর্ড। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি ঢাকায় আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পরে বেলা সোয়া ১১টার দিকে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

হানিফ বলেন, ‘ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি ও আগে গঠিত ১৯ সদস্যের মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে নতুন মেডিকেল বোর্ড গঠিত হবে। এ বোর্ডই ওবায়দুল কাদেরের ভেন্টিলেশন (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা) খোলার সিদ্ধান্ত নেবে।’

হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের দল চিকিৎসা কার্যে নিয়োজিত রয়েছেন বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সঙ্গে দেবী শেঠির বৈঠক হওয়ার কথা রয়েছে। বেলা একটার দিকে এ নতুন মেডিকেল বোর্ডের মিটিংয়ে বসার কথা রয়েছে। সেখানেই সব সিদ্ধান্ত হবে। ’

এ ছাড়া ওই বোর্ডে পরবর্তী চিকিৎসা কি হবে সেটাও সেখানে নির্ধারণ করা হবে। তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে কি না সেটাও ওই বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান হানিফ।

ওবায়দুল কাদেরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হানিফ বলেন, ‘রোগীর অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে। তাকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তারা সকলে মিলেই চেষ্টা করছেন। আমরা আশা করি, রোগী যেভাবে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমাদের প্রত্যাশা। ’

এর আগে গতকাল রোববার সকালে বুকে ব্যথা অনুভূত হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নেওয়া হয় বিএসএমএমইউ-তে। পরে তাৎক্ষণিকভাবে পরীক্ষায় তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে।

ad

পাঠকের মতামত