254614

তেজপাতা ব্যবহার করুন চুল পড়া বন্ধ করতে (ভিডিও)

ডেস্ক রিপোর্ট।। চুল পড়া আজকাল সবার জন্য একটা জাতীয় সমস্যার আকার নিয়েছে। তবে ডাক্তারদের মতে দিনে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বেশি চুল ওঠা মানেই ভালো না। সেক্ষেত্রে কি করবেন? বেশি কিছু না সামান্য একটি ঘরোয়া উপায় ব্যবহার করুন আর পান ১০০% সমাধান।

তেজপাতা চুল অতিরিক্ত পড়া রোধ করে : শুধু মাত্র তেজপাতা দিয়ে চুল পড়া বন্ধ করতে পারেন মাত্র ২ সপ্তাহে। এই উপায়টি খুব সহজ ও উপকারী।

উপকরণ :  • ১০টি তেজপাতা, •১ লিটার জল, কিভাবে ব্যবহার করবেন,  •১০টি তেজপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিন। •ওভেনে একটি পাত্রে ১ লিটার জল গরম করুন। •জল ফুটলে তাতে তেজপাতা দিয়ে ৫ থেকে ৬ মিনিট ফোটান। •জল ঠাণ্ডা হলে তা থেকে তেজপাতা ছেঁকে নিয়ে জলটি রাখুন। •স্নান করার পর ওই জল দিয়ে চুল ধুয়ে নিন। •শ্যাম্পু করার পরও ওই জল দিয়ে মাথা ধুতে পারেন। •রোজ এটি ব্যবহার করতে পারেন। ভিডিও তে দেখে নিন কিভাবে ব্যবহার করবেন।

ad

পাঠকের মতামত