247834

নারী বিতর্কে ক্ষমা চাইলেন ক্রিকেটার পাণ্ডিয়া

স্পোর্টস ডেস্ক: ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের অতিথি হয়েছিলেন লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়া। শো-তে নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কে জড়ান পাণ্ডিয়া। তিনি বলেছিলেন, ‘মেয়েরা কিভাবে হাঁটাচলা করে সেটা আমি লক্ষ্য করি। দেখতে ভাললাগে। আমি নিজে একটু কালোর দিকে ফলে ওদের চলনবলন দেখতে ভাল লাগে।’ শোতে এছাড়া যৌনতা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি।তার এসব মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে। বুধবার এমন মন্তব্যের জন্য টুইট করে ক্ষমা চাইতে বাধ্য হলেন পাণ্ডিয়া।

টুইটারে পাণ্ডিয়া লিখেছেন, কফি উইথ করণে আমার মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। এভাবে কাউকে আঘাত দিতে চাইনি। শোয়ের সঙ্গে আমি ভেসে গিয়েছিলাম। সত্যি বলতে কাউকে অসম্মান করা বা আবেগে আঘাত দিতে চাইনি। শ্রদ্ধা। তবে ক্ষমা চেয়েই হয়তো পার পাচ্ছেন না পাণ্ডিয়া। তার এ আচরণকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ভারতের ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, তার মতো ব্যক্তির মুখে এসব মানায় না। তাকে ভালো-মন্দের বিভাজনটা বুঝতে হবে। শুধু ক্ষমা চেয়ে এটা মিটমাট করা যাবে না। নারীকে শ্রদ্ধার বিষয়টি সে যে কতটা হালকা নজরে দেখে এই শোই তার প্রমাণ।

ad

পাঠকের মতামত