239925

সেতুমন্ত্রীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুল ইসলাম স্বপন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।আজ মঙ্গলবার দুপুর ২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।জাপা প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ওবায়দুল কাদের জাতীয় নেতা, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আমাদের এলাকার গর্ব। আমি জাতীয় পার্টি করলেও একাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে তিনিই যোগ্য প্রার্থী। এ ছাড়া আমরা মহাজোটের অংশ। তাই আমরা এখানকার জাতীয় পার্টির নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কার প্রার্থী জননন্দিত নেতা ওবায়দুল কাদেরের পক্ষে কাজ করব, তাই আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। দলমত নির্বিশেষে তাকে নৌকা মার্কায় ভোট দেবার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাতসহ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক ও একাদশ জাতীয় সংসদের নোয়াখালীর রিটার্নিং অফিসার তন্ময় দাস বলেন, এখন যে কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালট পেপারে ঐ প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার না করায় যারা রয়ে গেছেন তাদের সকলের নামে প্রতীক থাকবে।

ad

পাঠকের মতামত