239997

বৃষ্টিতে ধানের শীষ পড়ছে ছিঁড়ে, ভেসে গেছে নৌকা

ঘূর্ণিঝড় পিথাই এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে সোমবার দিবাগত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। আর তাতেই দেখা দেয় বিপত্তি। দিনভর বৃষ্টিতে প্রার্থীদের লাখ টাকার লোকসান। নির্বাচনী এলাকায় টাঙানো পোস্টারগুলো ছিঁড়ে পড়েছে। শুধু ঝুলে আছে দড়ি।আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকেই নির্বাচনী পোস্টারে ছেয়ে গিয়েছিল রাজশাহী মহানগরীসহ গ্রামের প্রতিটি এলাকা। সব জায়গায় রশিতে ঝুলছিল এসব পোস্টার। বড় দুই দলের প্রতীক নৌকা আর ধানের শীষের পোস্টারই বেশি। এসব পোস্টার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার রাজশাহীর বিভিন্ন উপজেলায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

প্রার্থীদের প্রচারকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, পোস্টার নষ্ট হয়ে যাওয়ায় এখন তাদের আবার নতুন করে পোস্টার লাগাতে হবে। পোস্টার নষ্ট হওয়ায় প্রার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি এর মধ্যে সব দলের লাখ লাখ পোস্টার নষ্ট হওয়াই বিপাকে পড়েছেন প্রার্থীরা।রাজশাহী তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর জাব্বার জানান, শুধু তার ওয়ার্ডেই আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর প্রায় এক হাজার নৌকার পোস্টার দড়ি দিয়ে ঝুলানো ছিল। সবগুলোই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছিড়ে পড়েছে পানিতে। আবহাওয়া অনুকূল হলে পুনরায় আবার পোস্টার ঝোলানো হবে বলে জানান তিনি।এমন পোস্টার নষ্ট হওয়া শুধু মুণ্ডুমালা পৌরসভার এক নম্বর ওয়ার্ডেই নয়, গ্রাম শহর পাড়া-মহল্লা রাজশাহীর ৬টি আসনসহ উত্তরবঙ্গের সব জায়গায় লাখ লাখ পোস্টার বৃষ্টিতে নষ্ট হয়েছে।

রাজশাহীর তানোর, গোদাগাড়ী, মোহনপুর, দুর্গাপুর, পুঠিয়া, বাঘা, চারঘাটসহ সব উপজেলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা পোস্টারগুলো ছিড়ে পড়েছে সবখানেই। শুধু দড়িগুলো পোস্টারের সাক্ষী হয়ে ঝুলছে।বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, পোস্টারের এ দুরবস্থার কথা নিজ নিজ দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জানানো হয়েছে। তাদের নির্দেশে দুই এক দিনের মধ্যে আবারও পোস্টার ঝোলানো হবে।মোহনপুর উপজেলার মেলান্দী গ্রামের স্কুল শিক্ষক বিমল হাওলাদারসহ কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, পোস্টার হলো নির্বাচনের মানান। বৃষ্টিতে পোস্টারগুলো ছিড়ে মাটিতে পড়া এখন পাড়া মহল্লা যেন ফাঁকা হয়ে পড়েছে। তাই পুনরায় নতুন করে প্রার্থীরা পোস্টার ঝুলালে ভাল লাগবে। পোস্টার ছাড়া নির্বাচনও জমে উঠেনা বলে মন্তব্য করেন তারা। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত