
শাহিদ কাপুরের ক্যান্সার নিয়ে যা বলল তার পরিবার
বিনোদন ডেস্ক: বেশ কিছু দিন ধরেই বি-টাউনে গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউড স্টার শাহিদ কাপুরের নাকি পাকস্থলীতে ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে।বলিউড তারকা ইরফান খান, সোনালি বেন্দ্রে এবং নাফিসা আলির পর এবার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শাহিদ কাপুরও! খবর জি নিউজের।ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবর ছাপা হলেও তার পরিবার বলছে ভিন্নকথা। তারা বলছেন, এটি নিছকই একটি গুজব। শাহিদ কাপুর একেবারেই সুস্থ আছেন।বর্তমানে তিনি তেলেগু ব্লকবাস্টার ছবি অর্জুন রেড্ডির হিন্দি রিমেক ‘কবীর সিং’ ছবির সুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে নিজের লুক সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন শাহিদ। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।শাহিদ কাপুরকে শেষবার দেখা গেছে শ্রদ্ধা কাপুরের বিপরীতে ‘বেটি গুল মিটার চালু’ ছবিতে।