236397

‘হতে পারে এটা আমার শেষ সিরিজ’

স্পোর্টস ডেস্ক: টেস্টে ধবলধোলাই করার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে এবার ওয়ানডে মিশন। যেখানে নেতৃত্ব দিবেন ওয়ানডে দলের দলপতি মাশরাফি বিন মর্তুজা। ২০১৯ বিশ্বকাপের আগে দেশের মাটিতে এটিই শেষ সিরিজ। যেহেতু বিশ্বকাপের পর অবসরের কথা রয়েছে মাশরাফির, সেজন্য এই সিরিজটিই দেশের মাটিতে শেষ সিরিজ হতে যাচ্ছে মাশরাফির।তবে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অবসর ব্যাপারটি খোলাসা করেননি টাইগার দলপতি। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজই আপনার শেষ সিরিজ কিনা এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘বলা কঠিন, আসলে ভবিষ্যতের কথা তো বলা যায় না।’

অবসর নিয়ে মাশরাফির ভাবনা জানতে চাইলে তিনি জানান, ‘আমার কোনো দিনই মাইন্ডসেট থাকে না। আগেও তো বলছি অনেক, মাইন্ড সেট করে কিছু করি না। দেখা যাক সামনে কী হয়।’২০০১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মাশরাফি। রোববারের ম্যাচ দিয়ে তিনি লাল সবুজের রঙিন জার্সিতে ২০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁবেন। কিন্তু এ নিয়েও মাশরাফি বেশি ভাবেন না। তার ভাষায় এসব বিষয় তাকে স্পর্শ করে না। সামনের ম্যাচে জয়টাই ম্যাশের মূল লক্ষ্য। তবে একপর্যায়ে গিয়ে তিনি জানান, একসময় যখন মনে হবে বাংলাদেশের জার্সিতে ২০০ ম্যাচ (ওয়ানডে) খেলেছেন অবশ্যই তখন তার ভালো লাগবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল-২ আসন থেকে লড়বেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে। তাই বিশ্বকাপের পর ২২ গজের পিচে আর দেখা যাবে না এটা মোটামোটি বলে দেওয়া যায়। টি-টোয়েন্টি-টেস্টকে আগেই বিদায় জানিয়েছেন। এবার হয়ত একদিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি। ১৯৯ ওয়ানডে খেলে ২৫২ উইকেট নিয়েছেন এই টাইগার ক্যাপ্টেন। সর্বোচ্চ ২২ রান দিয়ে ৬ উইকেট। এ ছাড়া ব্যাট হাতে ১৭২২ রান করেন মাশরাফি।

ad

পাঠকের মতামত