236291

শেষ দিনে প্রার্থীরা ফিরে পেলেন যারা

নিউজ ডেস্ক।। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের শেষ আপিলের শুনানি চলছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবার সকাল ১০টায়  এ শুনানি শুরু করে নির্বাচন কমিশন। শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা–মো.এরশাদুর রহমান (নেত্রকোনা-১), কামরুল ইসলাম মো.ওয়ালিদ (ময়মনসিংহ-৪), আলমগীর কবির (ময়মনসিংহ-৯), আব্দুল কাঈয়ুম খান (নেত্রকোনা-১), এম. এ রাজ্জাক খান (ময়মনসিংহ-৭), মো.জাকির হোসেন (নেত্রকোনা-৫), এ কে এম লুতফর রহমান (ময়মনসিংহ-১), নাজনীন (ময়মনসিংহ-৩), সামীউল আলম (ময়মনসিংহ-৩), গণফোরামের নঈম জাহাঙ্গীর (জামালপুর-৩), চৌধুরী মুহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬),

মো.নাসির উদ্দিন (চট্টগ্রাম-৫), মোরশেদ খান বিএনপি (চট্টগ্রাম-৮), আহসানুল আলম কিশোর (কুমিল্লা-৩), রুহুর আমিন চৌধুরী (কুমিল্লা-১০), শাহ মফিজ (ব্রাহ্মণবাড়িয়া-২), মো. রিয়াজ উদ্দিন (চাঁদপুর-৪), বিএনপির ফকির মাহবুব আনাম স্বপন (টাঙ্গাইল-১), বিএনপির মামাচিং (বান্দরবান), বিএনপির আবু সাঈদ সিদ্দিক (রাজশাহী-৫), আবু সাহিদ চাঁদ (রাজশাহী-৬), জয়পুরহাট- ১ আলেয়া বেগম।

ad

পাঠকের মতামত